বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:০৯

ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : সোমবার ১২ ডিসেম্বর ২০২২ সকালে “প্রগতিশীল প্রযুক্তি, অন্তভুক্তিমুলক উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের গৌরনদীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গৌরনদী’র আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালি শেষে আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার,যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, জাইকা প্রতিনিধি মেজবাহ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মোঃ মুহিদুল ইসলাম গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া, উপজেলা জাতীয় মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
“এ, এস, মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”