ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামালপুরের বকশীগঞ্জে রোকসানা বেগম (৩৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে টুপকারচর কাঠালতলি ঘাটে এ ঘটনা ঘটে।
তার বাড়ি উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকার চর সরদারপাড়া গ্রামে।
জানা যায়, রোকসানা বেগম একটি স্কুলের শিক্ষিকা। ঘটনার সময় অন্য শিক্ষকদের সাথে তিনিও ব্যাটারি চালিত অটোভ্যানে টুপকারচর গ্রামে যাচ্ছিলেন। টুপকারচর কাঠালতলী ঘাটে যাওয়ার পর তার ওড়না ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ছিটকে পড়ে যান। চলন্ত ভ্যান থেকে রাস্তায় পড়ে প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে। এ সময় তাকে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।