ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফারজানা আক্তার নামে ফরিদপুরের নগরকান্দায় ১৩ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পরিবার। ফারজানা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক আলী শেখের মেয়ে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফারজানার মরদেহের সন্ধান মেলে। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তার লাশ নামিয়ে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত অবস্থায়ই তাকে হাসপাতালে আনা হয়।
নগরকান্দা থানার এসআই প্রকাশ বোস নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ফারজানা মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই সে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।