বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৮

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লালন বড়াইক (৩৮) নামের সিরাজগঞ্জের তাড়াশে এক আদিবাসী কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে তার বসত ভিটার আম গাছ থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ওই কৃষকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লালন বড়াইক উপজেলার মাধাইনগর ইউনিয়নের সনগুই গ্রামের দক্ষিণ পাড়া গ্রামের মৃত জ্যোতিষ বড়াইকের ছেলে। তার দুইটি নাবালক সন্তান ও স্ত্রী রয়েছেন।
এ দিকে রোববার বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি জনাব, মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানিয়েছেন, আদিবাসী কৃষক লালন বড়াইককের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।