ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ব্রীজের টোল ঘরে চেক পোস্ট বসিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ানের দানিয়ালগাছী এলাকার রবিউল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৭)। থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব, এএইচ আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জনাব, মাহবুবুর রহমান তত্ত্বাবধানে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ নভেম্বর) গোমস্তাপুর থানা পুলিশের এসআই অমিত দেবনাথ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চৌডালা ব্রীজের টোল ঘরে চেক পোস্ট বসিয়ে কানসাট-বেলালবাজার দিক থেকে ১জন ব্যক্তি মটরসাইকেলে দ্রুত গতিতে আসলে তাকে থামিয়ে তল্লাশি করে মটরসাইকেল তেলের টাংকিতে বিশেষ কায়দায় রাখা ৫০বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।