ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও অন্যান্য নির্বাচনের মতো প্রার্থীদের ৭টি তথ্য সম্বলিত হলফনামা বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে, এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বৈধতা ঘোষণার রায়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম ও অ্যাডভোকেট মো. জাহেদ উল আনোয়ার।