ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার তুলতে গিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ নভম্বর) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মৃত আশরাফুল উপজেলার ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাসিরা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়।