রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৪৫

কয়েকজন যুবককে ছুরিকাঘাত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাগেরহাটের ফকিরহাটে তিন যুবক হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মূলঘর ইউনিয়নের ফলতিতা পশ্চিমপাড়া শীবমন্দিরের বার্ষিক চিনি উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় এ ঘটনা ঘটে। ওই তিনজনকে ছুরিকাঘাত করে কয়েকজন বখাটে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন, ফলতিতা গ্রামের কিশোর সরকারের ছেলে দুর্জয় সরকার (১৯), রবিন সরকারের ছেলে টিটুন সরকার (২০) ও লিটন সরকার (২২)।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজার রহমান জানান, ঘটনার রাতেই ফলতিতা গ্রামের কালীপদ সরকারের পুত্র কিশোর সরকার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো দুই-তিনজনকে আসামি করে একটি মামলা করেন। তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।