ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী ইন্দোনেশিয়ার নাগরিক সুতারমী রহমান (৪৩) এবং তার ছেলে তারেক রহমানকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ।
রোববার মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জের হাসান মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সুতারমী রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে কাশিমপুর থানায় একটি মামলা করেছেন।
কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় নামীয় আসামি চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।