বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৩১

স্বর্ণের বার উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে ছয় কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আর সেই উড়োজাহাজ এসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা ৫৬টি স্বর্ণের বারের বাজারমূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব, বশির আহমেদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের বিজনেস ক্লাসের একটি আসনের ভেতরে কালো টেপ মোড়ানো অবস্থায় এসব সোনার বার পাওয়া গেছে। ওই আসনে কোনো যাত্রী ছিল না। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।