শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:১৯

প্রতিবেশী যুবক গ্রেপ্তার, শিশু ধর্ষণচেষ্টায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মজা খাওয়ানোর কথা বলে সাভারের আশুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অমিত হাসান (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অমিত হাসান আশুলিয়ার কুরগাঁও বটতলা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে। তিনি ভুক্তভোগী পরিবারের দূর সম্পর্কের আত্মীয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) কাজী নাসের বলেন, অভিযান চালিয়ে কুরগাঁওয়ের এক দোকানের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।