ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন। আজ রোববার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন। আহত হন আরও চারজন।
আহতদের উদ্ধার করে ভৈরব ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।