ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে যার ওজন প্রায় ৯৬ কেজি। ২৮ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে ব্যাটালিয়নের কর্ম এলাকা পঞ্চগড় জেলার টোকাপাড়া নালাগঞ্জ সীমান্ত থেকে ওই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়। আজ শনিবার বিকেলে বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞিপ্তিতে জানানো হয়, মূর্তিটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ২০ ইঞ্চি। যার মূল্য ৯৫ লাখ ৮০ হাজার টাকা।