রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৩০

বেশিরভাগ ইলিশের পেটেই ডিম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে নিষেধাজ্ঞা শেষে জেলেদেরে জালে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ। আজ শনিবার সকালে উপজেলা সদরের রায়েন্দা মাছবাজারে ওঠা বেশির ভাগ ইলিশের পেটেই দেখা গেছে ডিম। স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা বলছেন, জালে বড় আকারের যেসব ইলিশ ধরা পড়ছে তার মধ্যে ৭৫ ভাগের পেটেই ডিম রয়েছে।
প্রজননের সময় আরো কমপক্ষে ১৫ দিন পিছিয়ে দিলে এসব মাছ ডিম ছাড়তে পারত। তবে সমুদ্রের ইলিশের পেটে ডিম আছে কি না তা জানা যায়নি। এক সপ্তাহ পর সমুদ্র থেকে ট্রলার উঠে আসার পর তা জানা যাবে।