ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) রাজবাড়ীর গোয়ালন্দে ধর্ষণের অভিযোগে সিরাজ খাঁ নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এদিন ধর্ষণের অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা।
গ্রেপ্তার সিরাজ খাঁ গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতুব্বার পাড়া গ্রামের আব্দুল খাঁর ছেলে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি জনাব, স্বপন কুমার মজুমদার জানান, মামলা দায়ের হওয়ার পর মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গ্রেপ্তার আসামিকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।