ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান (৪৮) নামে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা বাসস্টেশনে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ী রাশেদুজ্জামান পাকুল্লা পূর্বপাড়া গ্রামের ননী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুজ্জামান রোববার রাতে কাজ শেষে বাজারে পাহাড়াদারদের কাজ বুঝিয়ে বাড়ি ফিরছিলেন। দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা বাসস্টেশন এলাকায় পারাপারের সময় দ্রুতগামী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে মির্জাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোল্লা টুটুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ পরিবারের কাছে দেয়া হবে।