রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:২৫

ভ্যানচালকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উল্লাপাড়া মডেল থানার পুলিশ ফকির চাঁদ (৩৯) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন। শনিবার রাতে উল্লাপাড়া পৌরসভার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফকির চাঁদ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামের হযরত আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জীব রাজবংশী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনিও বেলকুচি উপজেলার বাসিন্দা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তাজমিলুর রহমান একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের বিষয়টি নিশ্চিত করেন, আর এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।