শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় মাগুরা ছোটব্রিজ এলাকায় অসিম বিশ্বাস (১৮) ও লিমন হোসেন (২৮) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাগুরা হাইওয়ে পুলিশের এসআই শাহাজাহান।
নিহত অসিম মাগুরা সদর উপজেলার মাঝাইল গ্রামের আহম্মদ হোসেনের ছেলে ও লিমন একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
দুর্ঘটনা সর্ম্পকে এসআই শাহাজাহান জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনের একটি বাস মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোটব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী অসীম ও লিমন ঘটনাস্থলেই নিহত হন। তারা একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজের জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন।
এসআই আরো জানান, ঘাতক বাসটিকে ফরিদপুর থেকে জব্দ করা হয়। লাশ দুটির ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।