শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৮

পুলিশের অভিযানে নেত্রকোনায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ হাজার ৪০৭ পিচ ইয়াবাসহ নেত্রকোনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ।
আটককৃতরা হলো, চট্রগ্রামের লোহাগড়া থানাধীন ফারাঙ্গাচর (পানতিরিশা) এলাকার মো. দেলোয়ারের ছেলে মো. মনির উদ্দিন (২৭) ও নেত্রকোনা পৌরশহরের বাহিরচাপড়া এলাকার মৃত আ. মুকিতের ছেলে মঈন ফারুক ওরফে রাসেল (৪৬)।
তিনি জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানার নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরশহরের রাজুর বাজারস্থ জনৈক আব্দুল হেকিমের (৬২) হোটেলের পাশে ওঁৎ পেতে থাকে। এসময় মাদক ব্যবসায়ী মো. মনির উদ্দিন চট্টগ্রাম থেকে এসে রাসেলের নিকট মাদকের চালান হস্তান্তরের সময় হাতে-নাতে দুজনকে আটক করে। মনির উদ্দিনের সঙ্গে থাকা গাঢ় নীল ও ছাই রংয়ের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৪০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত দুজন জানায় তারা একে অপরের সহায়তায় দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, মো. ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”