ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাকঁখালী নদী ও ধোয়া পালং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কক্সবাজারের রামুতে পৃথক দুই স্থানে শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বাঁকখালী নদীর অভিযানে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অপরদিকে ধোয়া পালং খালের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, নিরুপম মজুমদার এ অভিযান পরিচালনা করেন।