মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৩৩

মাদক কারবারি যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪ কেজি গাঁজাসহ দিনাজপুরের বোচাগঞ্জে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জোবদুল হকের ছেলে সোহেল রানা (৩২)।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বোচাগঞ্জ থানার ওসি জনাব, মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের মাধবপুর বাজার থেকে ১৪ কেজি গাঁজাসহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয় বোচাগঞ্জ থানার ওসি জনাব, মো. আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি কুমিল্লা থেকে গাঁজা এনে উত্তরবঙ্গের বিভিন্নস্থানে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।