রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৪৭

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের আনচিংরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম ফারহানা (১৪)। সে একই গ্রামের মৃত রুহুল আমিনের কন্যা ও চর বাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা গিয়ে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করি। সুরতহাল এর জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।