শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৯

বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে বরিশালে আলোচনা সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশালে বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় বরিশাল সার্কিট হাউস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব, জসীম উদ্দীন হায়দার এতে সভাপতিত্ব করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব, খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মো: সাইদুর রহমান রিন্টু, মূল প্রবন্ধক বিএসটিআই বরিশালের উপপরিচালক ও অফিস প্রধান
মো: জাকির হোসেন মিয়া, সহকারী পরিচালক জিয়াউল হক,
বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগে টেকসই উন্নয়ন বিশ্ব বিনির্মাণে মান বজায় রেখে পণ্য সামগ্রি উৎপাদন করার আহবান জানান।
বরিশালের বিভিন্ন শিল্প ও ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত থেকে মান বিষয়ে নানাবিধ মূল্যবান বক্তব্য রাখেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”