ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রী সেজে রাজশাহীর বাঘায় ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে ভ্যান চালকের গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাগসায়েস্তা গ্রামের ফাঁকা রাস্তায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হাবাসপুর গ্রামের মাজদার রহমানের ছেলে
ভ্যান চালক রাব্বি আহমেদ বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাঘাবাজার থেকে দুজন যাত্রী নিয়ে বাগসায়েস্তার উদ্দেশে রওনা হয়। যাত্রীবেশে ছিনতাইকারীরা বাগসায়েস্তার ফাঁকা রাস্তায় পৌঁছলে ভ্যান থামাতে বলে। এ সময় তার পকেট থেকে একটি মোবাইল ও ৬০০ টাকা কেড়ে নিয়ে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।
রাব্বি ভ্যান দিতে না চাইলে তার গলায় ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেনাজ বলেন, রাব্বির অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা থানার ওসি জনাব, সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।