বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৩১

র‌্যাবের হাতে আটক ছিনতাইকারী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৩ জন ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. পারভেজ (২৫), মো. জসিম (২২), মো. আরিফুল ইসলাম (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. বাদশা চৌকিদার (৩০), মো. জাহিদুল হাসান হৃদয় (২১), মো. মিলন (২৮), মো. মোজ্জাম্মেল হক (৪৫), মো. মারুফ (৩৫), মো. আরিফ হোসেন (১৮) ও মো. সোহেল (৩০), মো. সাকিব (১৮) ও মো. আকাশ (২৫)। আটকের সময় তাদের কাছ থেকে একটি এন্টিকাটার, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি মোবাইল ও নগদ ২৮০ টাকা জব্দ করা হয়েছে।
আজ বুধবার র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন এলাকা থেকে তাদের আটক করা হয়। জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন এলাকায় ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই তিন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।