রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৫১

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ, ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জনাব, এএসএম জাকারিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার প্রমুখ। সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”