বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০১

এক পরীক্ষার্থীর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বায়েজিদ রানা (১৬) নামের শেরপুরের নকলা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সোহেল রানার ছেলে।
জানা যায়, নিহত বায়োজিদ রানা চরমধুয়া ওয়ার্ডে সাবেক মেম্বার সোহেল রানার বড় ছেলে, বায়েজিদ রানা (তামিম) তিন ভাই বোনদের মধ্যে সবার বড় ও এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে চন্দ্রকোনা ইউনিয়ের চরমধুয়া গ্রামে নিজের শয়ন কক্ষে বাঁশের ধরনার সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ইতিমধ্যে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে কি কারণে তামিম আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. মুশফিকুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।