ডেইলি ক্রাইম বার্তা : ১২ ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় রেজভীয় দরবার শরিফের উদোগে ও রেজভী বাবার প্রবাসী গোলাম ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা দোয়া মিলাত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম, আব্দুল জব্বার রেজভী সভাপতি, রেজভী বাবার প্রবাসী গোলাম ঐক্য পরিষদ এবং প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব আল্লামা ডা: সিরাজুল আমিন রেজভী ও সভায় আরও উপস্থিত ছিলেন তার বক্তবৃন্ত।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”