মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮

এক ব্যবসায়ী নিহত ডাকাতের হামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতের হামলায় চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে জুয়েল রানা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা জেলা মহাসড়কের এখলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানি নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জুয়েল রানা ওই পথ দিয়ে ভোর ৬টার দিকে নাচোলে তার পেয়ারাবাগানে যাচ্ছিলেন। এ সময় একদল ডাকাত তার পথরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি জনাব, চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ডাকাত ধরতে অভিযান শুরু হয়েছে।