শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৭

পুলিশ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গণবিশ্ববিদ্যালয়ের নুসরাত মীম ওরফে কুলসুম (২৬) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার একটি বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে পুলিশ তার মৃতদেহ পায়। ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন ফিরোজ আলম (৩১) নামের এক চিকিৎসক।
এ ঘটনায় ফিরোজকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার দায়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।