শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২৫

অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ বেনাপোল সীমান্তে এক অভিযানে সম্রাট হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার রাত ১১টার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোহাম্মদ তানভীর রহমান বলেন, রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ একটি অস্ত্রের চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে গতি রোধ করতে বলা হয়। এ সময় সে যুবকটি তার হাতে থাকা একটি চটের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করে। পরে তার ফেলে দেওয়া চটের ব্যাগের ভেতর থেকে দুটি (নাইন এমএম) বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং তিনি আরও বলেন আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।