ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫২৪টি দুর্গাপূজা মন্ডপে নেত্রকোনা জেলা শহরে দেবীদূর্গার বোধনষষ্ঠীর প্রস্তুতি শুক্রবার সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্থরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ জেলা শহরের সাতপাই কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, নাগড়া শিববাড়ি মন্দির, একতা সংঘ, যুবক সমিতি, এসো পূজা করি, চলো পূজা করি, ছোটবাজার শারদীয় পূজামন্ডপসহ বেশ কয়েকটি মন্ডপের পূজার প্রস্তুতি, নিরাপত্তামূলক ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকগণের সঙ্গে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ বছর কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সার্বক্ষণিক কন্টোল রুম চালু রয়েছে।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ চৌধুরী আচার্য্য, নরসিংহ জিউড় আখড়ার সভাপতি অধ্যাপক রনজিত সাহা, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”