ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে রাজধানীর কেরানীগঞ্জে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিকাল পাঁচটায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শাহাবুদ্দিন কবীর লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত দুই জন হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মৃত আ. রউফের ছেলে মোহাম্মদ সোহাগ (২৪) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ বাবলু (৪৫)।