ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুরের টঙ্গীতে সুইচ গিয়ার, চাপাতি, ছুরি ও চাকুসহ ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) জনাব, আবু সায়েম নয়ন বলেন, বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের মধুমিতা রোডের মাথায় পাকা রাস্তার ওপর একদল ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
সেখানে অভিযান চালিয়ে মো. খোকন মিয়া (২০), বাবু (১৬), আল আমিন (১৬), মানিক মিয়া (১৮), অজয় বিশ্বাস (১৮), জাহিদ (১৬), শান্ত (১৩) ও শাহাদতকে (১৩) আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা দুটি সুইচ গিয়ার, একটি চাপাতি, একটি ছুরি ও তিনটি চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলার পর গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে।