ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সব ধরনের দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দুর্নীতির অনুসন্ধানে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন মাধ্যমে সংস্থাটিতে জমা হওয়া অভিযোগ ও গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত দুর্নীতিসংক্রান্ত খবরের সূত্র ধরেই বাংলাদেশ বিমানের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে অনুসন্ধান কাজ শুরু করেছে অন্তত তিনটি টিম।