রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:০৯

এক বাসচালক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় রংপুরের তারাগঞ্জে অভিযুক্ত বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেলোয়ার কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুনন্দন গ্রামের বাসিন্দা। তিনি একটি পরিবহনের চালক।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহবুব মোর্শেদ জানান, ৪ সেপ্টেম্বর রাতে দুই বাসের সংঘর্ষের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজির পর গ্রেফতার করতে সক্ষম হয়।