রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:০৭

৯ জন ডাকাত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বাড়িতে গ্রিল কেটে এবং পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে বরিশালের গৌরনদীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র।
আজ বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার জনাব, ওয়াহিদুল ইসলাম।
এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. শাহজাহান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, এসএম আল বেরুনী ও গৌরনদী থানার ওসি জনাব, মো. আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।