ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত মঙ্গলবার নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে নেত্রকোনায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন নেত্রকোনার পুলিশ সুপার জনাব, মো: ফয়েজ আহমেদ।
পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব, হারুন-অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বিশ্লেষন শেষে আগস্ট মাসে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, শ্রেষ্ঠ এস.আই হিসেবে আটপাড়া থানার এস.আই (নিঃ) মো. শামছুল হক, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এস.আই (নিঃ) মো. তাহের উদ্দিন, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সদর ট্রাফিকের সার্জেন্ট মো. মমিনুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কলমাকান্দা থানার এএসআই (নিঃ) মামুন ইবনে হেলাল, বিশেষ পুরস্কারপ্রাপ্ত হিসেবে আবুল কালাম পিপিএম অফিসার ইনচার্জ ডিবি (পশ্চিম) জোন এবং অভিযান পরিচালনাকারী টিম, দূর্গাপুর থানার এস.আই শফিউল আলম এবং টিম, মদন থানার এস.আই দেবাশীষ চন্দ্র দত্ত এবং টিম, আইসিটি শাখার এ এস আই আবুল হোসেনকে পুরস্কার প্রদান করেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”