ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত রবিবার রাতে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় মাহিবা (১৬) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।
মৃতের মামা আব্দুর রহমান বলেন, সম্প্রতি বরিশাল থেকে আমার বাসায় বেড়াতে আসে মাহিবা। মায়ের সঙ্গে অভিমান করে দরজা বন্ধ করে দেয় সে। পরে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি জনাব, সুজিত কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতের গলায় ফাঁসি দেওয়ার চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।