বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫৪

দুই ব্যক্তির লাশ উদ্ধার কেন্দুয়ায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ, আর এই ঘটনা নেত্রকোণার কেন্দুয়ায়। সোমবার (১৯ সেপ্টেম্বর) একজন সড়ক দুর্ঘটনায় নিহত অন্যজন ফাঁসি ঝুলে আত্মহত্যা করেছেন।
সোমবার বেলা ১১ টার দিকে আঃ জলিল (৫৫) নামের এক ব্যক্তি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাউল আনতে পায়ে হেঁটে গোগ বাজার যাওয়ার পথে শাপলা ইটভাটার পাশে একটি অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে সোয়াদ মিয়া ( ৫০) নামে এক ব্যক্তি বাথরুমের ভিতর আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত সোয়াদ মিয়া উপজেলার মোজাফরপুর ইউপির গগডা ভুঁইয়া পাড়া মৃত সুমন ভুঁইয়া ছেলে। নিহত সোয়াদ মিয়া দীর্ঘদিন ধরে মানুষিক সমস্যা ভোগছিলেন বলে পরিবারের লোকজন দাবী করেন।
কেন্দুয়া থানার ওসি জনাব, আলী হোসেন বলেন, লাশ দুটি সুরতহাল করা হচ্ছে। আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”