মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০৮

মাদক কারবারি আটক হয়েছে মাদকের চালানসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি প্রাইভেটকারে মাদকের চালানসহ যশোরের বেনাপোল সীমান্তের কাগজপুকুর বাজার থেকে সোহাগ মিয়া ওরফে বড় বাবু (৩৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ মিয়া যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে জানা যায় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এ ধরনের সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থেকে দুজন দৌড়ে পালিয়ে যায় এবং প্রাইভেটকার ও মাদক সহ সোহাগ মিয়াকে আটক করতে সক্ষম হয়।