ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী আগুনে পুড়ে মারা যাওয়ার পর বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিরুদ্দেশ হওয়া সেই স্বামী আজাদুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজাদুল উপজেলার বশিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার কলি মঙ্গলপুর গ্রামে মেয়ের বাড়ি থেকে আজাদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গত ২৭ জুলাই রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামের বাড়িতে একটি ঘরে স্ত্রী শামিমাকে নিয়ে আজাদুল ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অগ্নিকাণ্ডে বাড়ির দুটি ঘর ভস্মীভূত হয়। পরদিন সকালে আদমদীঘি থানা পুলিশ ঘর থেকে স্ত্রী শামিমার পোড়া মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে। এসময় আজাদুলের মরদেহ পাওয়া যায়নি। আজাদুলের ছেলে রাকিব শ্বশুরবাড়িতে থাকতেন। ফলে ওই বাড়িতে তার বাবা-মা ছাড়া অন্য কেউ থাকতেন না।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, রেজাউল করিম রেজা বলেন, ধারণা করা হচ্ছে হয়তো আজাদুল ঘর থেকে বের হয়ে বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান। তার দেওয়া আগুনে পুড়ে স্ত্রী শামিমা বেগম মারা যান। আজাদুলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।