ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকভর্তি ৫ টন নিষিদ্ধ পলিথিন সহ ফরিদপুরের নগরকান্দায় ২ জনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ হাবিল হোসেনের নির্দেশে নগরকান্দা থানার এস, আই মাসুদ, এ এস আই আজিজ, এ এস আই জালাল অভিযান পরিচালনা করে ঢাকা – খুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড় নামক স্হান থেকে নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাক সহ দুইজন কে আটক করে। পলিথিন বোঝাই ট্রাক সহ আটককৃত ট্রাক ড্রাইভার আলামিন (২৫) ও হেলপার আরিজুল ওরফে আজিজুল (২৪) কে থানায় নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস এম ইমাম রাজী টুলু (নির্বাহী মাজিস্ট্রেট) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানায় ট্রাকের ড্রাইভার ও হেলপার কে ছেড়ে দেয় এবং পলিথিন বোঝাই ট্রাক থানায় আটক রাখে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”