বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:০০

ট্রান্সফর্মার চুরি চক্রের দুইজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৃষিকাজে ব্যবহৃত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও অনান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরি ও বিক্রি চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করেছে র‍্যাব। অভিযানে জব্দ হয়েছে তিনটি ট্রান্সফর্মার কাভার, ১৮ কেজি অ্যালুমিনিয়াম তার, ৪৫ কেজি তামার তার, ২০ কেজি মেইন তার, ২০ কেজি রডের টুকরা ও তিন কেজি আয়রন তারের টুকরা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চৌডালা ইউনিয়নের লাইনপাড়া বোমভাতর গ্রামের একটি দোকানে অভিযান চালায় র‍্যাব। এতে ওইসব মালামালসহ হাতেনাতে আটক হয় চোরচক্রের হোতা বাইরুল ইসলাম আমিন (৪৩) ও আবদুল্লাহ হোসেন (২৫)। বাইরুল ওই গ্রামের মৃত আনসার হেকিমের ছেলে এবং আবদুল্লাহ হোসেন (২৫) রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার পঞ্চবটি খড়বোনা মহল্লার আমির হোসেনের ছেলে।