ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুপ বালো (১৮) নামে রাজধানীর শাহজাহানপুরে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অনুপ মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রতন চন্দ্র বালোর ছেলে।
সত্যতা নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম। তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।