ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সালিস বৈঠকে দুই পক্ষের হাতাহাতির পর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম নেওয়াজ আলী (৫৫)। তিনি বড়কান্দি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) জনাব, পলাশ রঞ্জন দে বলেন, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ বের করতে পুলিশ তদন্তে নেমেছে।