ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একাধিকবার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহরের মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়। অভিযুক্ত যুবক ভুক্তভোগী গৃহবধূর ননদের স্বামী।
নোয়াখালীর পুলিশ সুপার জনাব, মো. শহীদুল ইসলাম পিপিএম জানান, ২০১৯ সালে ওই গৃহবধূ অভিযুক্ত যুবকের বাড়িতে বেড়াতে আসেন। রাতে ঘুমন্ত গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করা হয়। পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয় তাকে। সর্বশেষ গত ২১ জুলাই হোটেলে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করেন ওই যুবক। একপর্যায়ে ওই গৃহবধূ এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সুপার আরো জানান, এ সময় তার কাছ থেকে জব্দকৃত স্মার্ট ফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়।