মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০৮

অর্ধগলিত লাশ উদ্ধার স্বামী-স্ত্রীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ, আর এই ঘটনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী-স্ত্রী একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ জানায়, নিহতরা হলেন নীলফামারী জেলার আবু তালেবের ছেলে রবিউল ও বান্দরবান জেলার অনিল দাশের মেয়ে লাকি দাশ। গত ১৪ জুন লাকি দাশ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম আয়েশা সিদ্দিকা রাখেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জনাব, মশিউর রহমান বলেন, ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে থাকা অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।