ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাঝ নদীতে নারায়ণগঞ্জের ফতুল্লায় খেয়া পারাপারের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের মারধর করে প্রায় ৬ লাখ টাকা লুটে নিয়েছে। এসময় দুইজন যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় ধলেশ্বরী নদীতে বক্তাবলী গুদারাঘাট এলাকায় এঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি জনাব, মোহাম্মদ রিজাউল হক জানান, নদীর ঘটনা নৌ পুলিশ ব্যবস্থা নিবেন। তারপরও খোঁজ খবর নিতে পুলিশ পাঠানো হয়েছে।