শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৪৮

সুধী সমাজের সঙ্গে কলমাকান্দায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নেত্রকোনার কলমাকান্দায় সুধীজনের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কলমাকান্দা থানা পুলিশের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনার নবাগত পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, ওসি মো. আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা ডা. সিরাজুল ইসলাম, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সুজন সাহা প্রমুখ।
এর আগে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদকে ফুলের শুভেচ্ছা জানান।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”